সলিড ওয়েস্ট এর মাধ্যমে বায়োগ্যাস তৈরি করে রান্নার কাজে লাগাচ্ছে মালদা টাউন রেল স্টেশন কর্তৃপক্ষ।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম প্রক্রিয়ার মাধ্যমে বায়োগ্যাস তৈরি করে রান্নার কাজে লাগাচ্ছে মালদা টাউন রেল স্টেশন কর্তৃপক্ষ। গত জানুয়ারি মাস থেকে রেলের মালদা ডিভিশন এর পক্ষ থেকে পরীক্ষামূলকভাবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। ইতিমধ্যে তা অনেকটাই সাফল্য লাভ করেছে এমনটাই দাবি রেলের একাধিক কর্তা আধিকারিকদের।

ফেলে দেওয়া নোংরা আবর্জনা থেকে বায়োগ্যাস তৈরি করে তার মাধ্যমে রান্না চলছে মালদা টাউন স্টেশন এর রিডিং রুমের কিচেনে। নিয়মিত এই কিচেনে ৪০০ জন রেলকর্মীর রান্না হয়। রান্নার জন্য প্রতিমাসে গড়ে চল্লিশটি করে গ্যাস সিলিন্ডার প্রয়োজন পড়তো। রেলের পক্ষ থেকে বায়োগ্যাসের মাধ্যমে রান্না চালু করার পর থেকেই গ্যাস সিলিন্ডারের সংখ্যা কমতে শুরু করেছে। বর্তমানে প্রতি মাসে ১০ থেকে ১২ টি গ্যাসের সিলিন্ডার বেঁচে যাচ্ছে এই কিচেনে।

শুধু তাই নয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে মালদা টাউন রেল স্টেশন চত্বরে জমা হওয়া প্লাস্টিক জাতীয় আবর্জনা থেকেও আয় বেড়েছে রেলের। প্লাস্টিক জাতীয় পদার্থ ও প্লাস্টিকের বোতলের ডাস্ট তৈরি করে বিক্রি করা হচ্ছে রেলের পক্ষ থেকে। রেল সূত্রে জানা গিয়েছে রেলস্টেশন চত্বরে ফেলে দেওয়া বিভিন্ন পচনশীল দ্রব্য নিয়ে এসে ফেলা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে।সেখানে নির্দিষ্ট জায়গায় জমা করা হচ্ছে সমস্ত পচনশীল দ্রব্য। সেখান থেকেই তৈরি করা হচ্ছে বায়োগ্যাস। সেই গ্যাস জমা হচ্ছে একটি নিদিষ্ট ট্যান্কে। সেখানে সর্বাধিক ৫০০ kg বায়োগ্যাস জমা হতে পারে। সেই গ্যাস বেলুনের মাধ্যমে পৌছে যাচ্ছে কিচেনে। সেখান থেকেই হচ্ছে রেলের কর্মীদের রান্না।

বায়োগ্যাস তৈরি হয়ে যাবার পর পড়ে থাকা অবশিষ্ট পচনশীল দ্রব্য গুলি দিয়ে তৈরি হচ্ছে স্যার। সেগুলি রেলের বিভিন্ন ফুলের বাগান গুলিতে ব্যবহার করা হচ্ছে গাছের বৃদ্ধির জন্য।

রেল সূত্রে জানা গিয়েছে জানুয়ারি ১৬ তারিখ থেকে শুরু হয়েছে মালদা টাউন স্টেশনে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন পর্যন্ত ২১২ কেজি প্লাস্টিক বেল্ড ও ২০০ কেজি প্লাস্টিক বোতলের গুঁড়ো রেলের পক্ষ থেকে বিক্রি করা হয়েছে। যা থেকে রেলের সর্বমোট আয় হয়েছে প্রায় চার হাজার টাকা। রেলের এই প্রকল্প সফল ভাবে চললে আগামীতে আরো এই গ্যাস ব্যবহারের উপযোগী করে তোলা হবে বলে রেলের কর্তারা জানাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 10 =