কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: জোরপূর্বক জায়গা দখলে বাধা দেওয়ায় এক মহিলা সহ একই পরিবারের চার জনকে বেধড়ক মারধর করার অভিযোগ। ভাঙচুর করা হল দোকান। বুধবার রাত্রে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার রাজনগর বাগবাড়ি এলাকায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।জানা গেছে আক্রান্তরা হল আনারুল হক, মহঃ আনসারুল হক, ফেরদৌস শেখ এবং নার্গিস বিবি। বর্তমানে তারা চারজনই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্ত মহঃ আনসারুল হকের অভিযোগ, প্রতিবেশী সাদিকুল শেখ, আলমগীর শেখ বেশ কয়েকজন জোরপূর্বক তাদের জায়গা দখল করার চেষ্টা করে।
জায়গা দখলে বাধা দেওয়ায় এই নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ। বুধবার রাতে হঠাৎই সাদিকুল শেখ, আলমগীর সেখ ১২ থেকে ১৩ জন আচমকা তাদের পরিবারের সদস্যের ওপর হামলা করে। দোকানে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।