নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: টিটাগড় :: টিটাগড়ে বিটি রোডের ধারে বাঁশবাগানে ভোর রাতে স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পান। তারাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন সেই সঙ্গে দমকল খবর দেওয়া হয়। তবে এই আগুনে ৪টি দোকান সহ বেশ কিছু বাড়িতে ভস্মিভত হয়ে যায় ।অল্পের জন্য রক্ষা পায় বাঁশবাগান বস্তি। ۔দমকল বাহিনীকে খবর দিলে প্রথমে একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে । আগুন ক্রমশ বাড়তে থাকলে আরো ইঞ্জিন আসে।۔দমকলের ৩ টি ইঞ্জিনের তৎপরতায় অবশেষে আগুন নিয়ন্ত্রনে আসে