২৬ বছর পর এক ফেরার হয়ে থাকা আসামি গ্রেপ্তার হওয়াতে চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় ।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ১৯৯৬ সালে জমি সংক্রান্ত বিবাদে মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের কুস্তুরীয়া অঞ্চলে শচীন পোদ্দার (৫২) নামে এক ব্যক্তির নামে কোর্টের নির্দেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরেই পুলিশের চোখকে ফাঁকি দিয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন।

কোর্ট থেকে আবার তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয় সম্প্রতি। গ্রেপ্তারি পরোয়ানা দেখেই সক্রিয় হয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ২৬ বছর পুরনো মামলার ফেরার হয়ে থাকা আসামি শচীন পোদ্দারকে তুলসিহাটা থেকে গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর পুলিশ।

তাকে চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে। বিচারক ১৪ দিনের জেল হেফাজত প্রদান করেছেন ওই ব্যক্তিকে।

২৬ বছর পর এই মামলায় ফেরার হয়ে থাকা আসামি গ্রেপ্তার হওয়াতে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে।এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানা আইসি সঞ্জয় কুমার দাস বলেন মামলাটি ২৬ বছরের পুরনো। ওই ব্যক্তির নামে এর আগেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল উনি ফেরার ছিলেন।

কিছুদিন আগে পুনরায় আবার কোর্টের নির্দেশে তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। আমাদের পুলিশ আধিকারিকরা এলাকায় চিরুনি তল্লাশি শুরু করে। অবশেষে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ২৬ বছর পরে। আমরা ঐ ব্যক্তিকে আজ কোর্টের তুলেছি। বিচারকের নির্দেশে অভিব্যক্তির ১৪ দিনের জেল হেফাজত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 19 =