নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: মন্দির নগরী বিষ্ণুপুর দেখতে বছরভর পর্যটকদের ভিড় থাকলেও এখানে দীর্ঘদিনের অসুবিধা শৌচাগার। বহু পর্যটক আছেন যারা সকালে এসে সারাদিন বিষ্ণুপুর ঘুরে রাতে ফিরে যান।
মন্দির গুলির কাছাকাছি শৌচাগার না থাকায় সবথেকে অসুবিধায় পড়তে হয় তাদের। বিশেষ করে মহিলা পর্যটকদের।
তাদের কথা মাথায় রেখে এবার বিষ্ণুপুরে আনা হলো একটি ভ্রাম্যমাণ বায়ো-টয়লেট। সৌজন্যে বাঁকুড়া জেলা পরিষদ। বিষ্ণুপুর মহকুমার শাসক অনুপ কুমার দত্ত জানালেন, বায়ো-টয়লেটটি ভ্রাম্যমান হওয়ায় মানুষের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন মন্দিরের কাছে সেটিকে রাখা হবে।
বিষ্ণুপুর পৌরসভার নব নির্বাচিত চেয়ারম্যান গৌতম গোস্বামী জানালেন, বিষ্ণুপুরের মন্দিরগুলো ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের সংরক্ষণে থাকায় ভারতীয় পুরাতত্ত্ব আইন অনুযায়ী কোন মন্দিরের দুশো মিটারের মধ্যে নির্মাণকার্য করা যায় না।
তাই মানুষের প্রয়োজন থাকলেও পর্যটন কেন্দ্রগুলোতে কোন শৌচাগার তৈরি করা সম্ভব হয়নি।