BREAKING NEWS :: সাক্ষ্য লোপাট করতে বাগটুই গ্রামে ফের খুনের হুমকি !

আশিস মন্ডল :: সংবাদ প্রবাহ :: রামপুরহাট :: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও মেলেনি পুলিশি নিরাপত্তা। তবে ফের খুনের হুমকি এসেছে নিহত মিনা বিবির মেয়ের কাছে। বাধ্য হয়ে শুক্রবার রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করলেন মুফিজা বিবিকামাল শেখের হুমকি-তোদেরও খুন করব

 

 

 

 

 

সোমবার রাতে তৃণমূল নেতা উপ প্রধান ভাদু শেখের খুনের বদলা নিতে আট জনকে পুড়িয়ে মারা হয়। মৃতের তালিকায় ছিলেন মুফিজা বিবির মা মিনা বিবি। নানীকে খুন করতে দেখেছিলাম মুফিজার দুই ছেলে মেয়ে।

পুলিশ এবং সংবাদ মাধ্যমের কাছে অভিশপ্ত দিনের বর্ণনা দিয়েছিলেন মূফিজা ও তার ছেলেমেয়ে। এরপরেই তাদের খুনের হুমকি ঢুকতে শুরু করে।

শুক্রবার বিকেলে মুফিজা রামপুরহাট থানায় লিখিত অভিযোগ করে বগটুই গ্রামের পাশে চন্দনকুন্ঠা গ্রামের বাসিন্দা কামাল শেখের বিরুদ্ধে। তিনি বলেন, “কামাল ফোন করে বলছে যারা ধরা পড়েছে তারা ফিরে আসুক। তোদের সকলকে খুন করব”। মুফিজার দাবি, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও কোন নিরাপত্তা দেওয়া হয়নি। তাই অভিযোগ জানিয়ে গেলাম। পুলিশ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =