নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: আনিসের রহস্যজনক মৃত্যুর ৪২ দিন পরে এখনও পর্যন্ত মৃত্যুর সঠিক কারন অজানাই। ধীর গতিতে হচ্ছে তদন্ত। সিটের তদন্তে বিশ্বাস নেই আনিসের পরিবারের। যে কারনে তারা চাইছেন সিবিআই তদন্ত। সদ্য বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামের হাড় হিম করা ঘটনার পরে মহামান্য আদালতের নির্দেশে তদন্তভার গিয়েছে সিবিআই-এর হাতে। আনিস খানের পরিবারও চাইছেন তাদের ছেলের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত হোক সিবিআই-এর হাত ধরে।
বিজ্ঞাপন
আনিস খানের মৃত্যুর পরে মোটা টাকা এবং চাকরির টোপ দেওয়া হয়েছিল বলে জানান আনিসের বাবা। তিনি বলেন, তার টাকার প্রতি লোভ নেই, নেই চাকরির লোভ। লোভ একটাই, তার ছেলের মৃত্যুর পূর্নাঙ্গ তদন্ত, দুর্ভাগ্যের বিষয়, সেই তদন্ত এখনও পর্যন্ত চলছে ভীষন শ্লথ গতিতে।
দুজন অধস্থন পুলিশকর্মীকে গ্রেপ্তার করে ফিকে করে দেওয়া হয়েছে আনিস খুনের ঘটনা। এখনও পর্যন্ত এই ঘটনার পিছনে রাঘব গোয়ালরা রয়েছে আড়ালে।