সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: রায়দিঘি :: গ্রামের মূল জলপথ বন্ধ করে চলছে অবৈধ নির্মান । প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি । তাই প্রতিবাদে শেষমেশ রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন গ্রামের আবাল-বৃদ্ধ-বনিতা ।
ঘটনাটি ঘটেছে রায়দিঘীর রাধাকান্তপুর গ্রাম পঞ্চায়েতের জয়নাল বাজার মোড়ে । যদিও পুলিশ এসে তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।গ্রামবাসীদের অভিযোগ, রাধাকান্তপুর গ্রামের মূল জলপথ বন্ধ করে স্থানীয় এক ব্যক্তি গৃহ নির্মান করছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে একাধিক জায়গায় অভিযোগ জানানো হয়েছে গ্রামবাসীদের পক্ষ থেকে।
অভিযোগ জানানোর পরও প্রশাসন কোন পদক্ষেপ না নেওয়ায় জয়নাল বাজারে পথ অবরোধ করে তারা বিক্ষোভে সামিল হয়েছেন । অন্যদিকে ঘটনায় স্থানীয় পঞ্চায়েত প্রধান চম্পা বৈদ্য জানান, অভিযোগ জমা পড়েছে । গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।