সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: পুজালীর ১৪ নম্বর আছিপুর বেদের বস্তি এলাকা থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। যেমনটা জানা যাচ্ছে মৃত ব্যক্তি পুজালী পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেখ আলতাফ হোসেন। এই ঘটনায় পুজালী থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করেছে।পরিবারের লোকজন জানায় শনিবার সকালে হঠাৎ লোকজনের কাছে খবর পায় যে আলতাব হোসেন এর দেহ পাওয়া গেছে আছিপুর বেদের বস্তি এলাকায়। আলতাফ হোসেনকে খুন করা হয়েছে বলে পরিবারের লোকজন মনে করছে। গোটা ঘটনা তদন্ত করে দেখছে পূজালি থানার পুলিশ