কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজ বাজার থানার পাঁচ মাইল এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত ওই যুবকের নাম এসকে আলম(৩৬) বাড়ি খাসকোল এলাকায়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি মাস্কেট যার বডি লোহার ইম্প্রোভাইজড পাইপগান,বডি কাঠের বাট সহ, ফায়ারিং পিন, টিগার এবং পরিমাপ প্রায় ৪০ ইঞ্চি।
ইংরেজ বাজার থানার পুলিশ জানান ৪৭৭/২২ অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তবে কি কারণে এই অস্ত্র ব্যবহার করছিল বা কোথায় পাচার করা হচ্ছিলো। তার জিজ্ঞাসাবাদ শুরু করছে ইংরেজবাজার থানার পুলিশ। আজ ধৃত কে মালদা জেলা আদালতে পেশ করা হবে।