কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: আচমকাই রান্না ঘরে বিস্ফোরণ। কেঁপে উঠলো গোটা এলাকা। আর এই বিস্ফোরণে মৃত্যু হল তিন বছরের শিশুর । শনিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার যদুপুর নয়াগ্রাম এলাকায়। বিস্ফোরণের জেরে রান্নাঘরের একাংশে আগুন ধরে যায় এবং ধোঁয়া উঠতে শুরু করে।
বিষয়টি জানতে পেরে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় আহত শিশুকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে জানিয়ে দেন।পরে ঘটনার খবর পেয়ে নয়াগ্রাম এলাকায় তদন্তে যায় কালিয়াচক থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম তাবরেজ শেখ । তার বয়স তিন বছর। এদিন সকালে হাবিবুর শেখের বাড়িতেই রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে পরিবারের লোকেদের দাবি। রান্নাঘরে ওই শিশু বসে ছিল ।
বিস্ফোরণে শিশুর মাথায় আঘাত লাগে আর তাতেই মৃত্যু হয় ওই শিশুটির। সিলিন্ডার ফেটে বিস্ফোরণ নাকি অন্য কোনও কারণে বিস্ফোরণ তা তদন্ত করে দেখছে পুলিশ।