হালখাতার মিষ্টি খেয়ে সাগর গ্রামীণ হাসপাতালে ভর্তি ৩০ জন – গ্রেপ্তার দোকানের মালিক

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সাগর :: হালখাতার মিষ্টি খেয়ে সাগর গ্রামীণ হাসপাতালে ভর্তি ৩০ জন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সাগরের রাধাকৃষ্ণপুর গ্রামে। অসুস্থদের মধ্যে বেশির ভাগ শিশু রয়েছে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে রাধাকৃষ্ণপুর গ্রামে একটি পশুখাদ্য দোকানে হালখাতা হয়। স্থানীয় গ্রামবাসীরা দোকানে হালখাতা মিষ্টি খাওয়ার পর শনিবার দুপুর থেকে অসুস্থতা বোধ করতে থাকে। শুরু হয় বমি।এরপর তড়িঘড়ি সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একে একে ওই গ্রামের বেশিরভাগ মানুষ অসুস্থ বোধ করতে থাকে। অসুস্থ গ্রামবাসীদের নিয়ে আসা হয় সাগর গ্রামীণ হাসপাতালে। মোট ৩০ জন ভর্তি সাগর গ্রামীণ হাসপাতালে এদের মধ্যে ১৮ জন শিশু।

ইতিমধ্যে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দুজনকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে হাসপাতলে পাঠানো হয়েছে।

তড়িঘড়ি অসুস্থ গ্রামবাসীদের দেখতে সাগর গ্রামীণ হাসপাতালে পৌঁছায় সাগর বিধানসভার বিধায়ক তথা রাজ্য সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। অসুস্থদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেয় বিধায়ক।

ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাগর থানার পুলিশ। গবাদি পশুর খাদ্য দোকানের মালিক কে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সাগর থানার পুলিশ।

সাগর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক জানান, মিষ্টির মধ্যে কোনো ভাবে বিষক্রিয়া হয়ে  গিয়েছিল । তার করনেই ডায়রিয়ার মতো উপসর্গ নিয়ে বেশিরভাগ গ্রামবাসী হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা চলছে সকলের অবস্থা এখন স্থিতিশীল।

এদের মধ্যে ১৮ জন শিশু রয়েছে। অভিজ্ঞ শিশু চিকিৎসকদের দিয়ে শিশুদের বিশেষ নজরদারিতে রাখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 19 =