কুলপি ব্লকের কারঞ্জলী ব্রজকিশোর বিদ্যানিকেতন মাঠে আয়োজন করা হলো তিনদিন ব্যাপী এক লোক সংস্কৃতি উৎসব ।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: লোকসংস্কৃতি , আদিবাসী সংস্কৃতি ও যাত্রাশিল্পীদের মূলস্রোতে ফেরাতে উদ্যোগ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মতন দক্ষিণ ২৪ পরগনার কুলপি ব্লকের কারঞ্জলী ব্রজকিশোর বিদ্যানিকেতন মাঠে আয়োজন করা হলো তিনদিন ব্যাপী এক লোক সংস্কৃতি উৎসব ।

যেখানে থাকছে, ছৌ নিত্য, টুসু, যাত্রা থেকে শুরু করে একাধিক সংস্কৃতির অঙ্গ। মূলত বর্তমান দিনে এই সমস্ত লোকসংস্কৃতি একটু একটু করে হারিয়ে যাচ্ছিল আমাদের সমাজ থেকে |  সেই কথা মাথায় রেখেই মাননীয়ার উদ্যোগে এবারের বাংলার সংস্কৃতিকে আরো একবার বিশ্বের দরবারে তুলে ধরতে উদ্বুদ্ধ করা হচ্ছে সেই সমস্ত শিল্পীদের ।এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি. উল্গানাথান, কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার, ডায়মন্ডহারবার মহকুমা শাসক সুকান্ত সাহা সহ তথ্য-সংস্কৃতি দপ্তরের বিভিন্ন আধিকারিকে।

মূলত এই ধরনের মেলার মাধ্যমে একদিকে যেমন বাংলার বৃহৎ সংখ্যক মানুষের সামনে এই লোকসংস্কৃতির ভাবধারা তুলে ধরা যাবে ঠিক তেমনই শিল্পীদের কেও উদ্বুদ্ধ করবে আগামী    দিনে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =