কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগে স্বামীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। শনিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে রথবাড়ি পুলিশ ফাঁড়ির ওসি সত্যব্রত ভট্টাচার্য্যের নেতৃত্বে সেতু মোড় এলাকায় অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ।
ধৃতকে আদালতে পেশ করে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ। জানা গেছে ধৃত ওই ব্যক্তির নাম শুভদীপ দাস। বাড়ি মালদা শহরের বুড়াবুড়ি তলা এলাকায়।
উল্লেখ্য গত সোমবার পণের দাবিতে অর্পিতা সিংহ নামে এক গৃহবধূকে পুড়িয়ে খুন করার অভিযোগ উঠেছিল। মৃতা গৃহবধূর বাপের বাড়ির পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছিল পুলিশ।
বেশ কিছুদিন পলাতক থাকার পর অবশেষে শনিবার সকালে রথবাড়ি পুলিশ ফাঁড়ির ওসি সত্যব্রত ভট্টাচার্য্যের নেতৃত্বে সেতু মোড় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে এদিন আদালতে পেশ করা হলে সাত দিনের পুলিশি রিমান্ডের রায় দেয় আদালত।