দু’দিন ব্যাপী দেশজুড়ে বনধের ডাক দিয়েছে বাম-কংগ্রেস সহ ট্রেড ইউনিয়নগুলি।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: দেশজুড়ে বনধের ডাক দিয়েছে বাম-কংগ্রেস সহ ট্রেড ইউনিয়নগুলি। ২৮ ও ২৯ মার্চ এই দু’দিন ব্যাপী সর্বভারতীয় সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে তারা।

কেন্দ্রের কৃষক-শ্রমিক ও জনবিরোধী একাধিক নীতির বিরোধীতায় পথে ডান-বাম শ্রমিক সংগঠনগুলি। মোট বারো দফা দাবি জানিয়ে আজ ও আগামীকাল ৪৮ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে তারা।

এই বনধে সামিল হয়েছে অল ইন্ডিয়া এমপ্লয়েজ অ্যাসোসিয়েশনের সদস্যরাও। রবিবার ব্যাঙ্ক বনধের পর সোম ও মঙ্গলবার ধর্মঘটের কারণে ব্যাঙ্কিং থেকে এটিএম পরিষেবায় ব্যাপক প্রভাব পড়ার সম্ভবনা রয়েছে।

এই ধর্মঘটে সামিল রেল ও পরিবহণ কর্মীরা। ফলে প্রভাব পড়েতে পারে পরিবহণেও। সোমবার বামেদের ডাকা ধর্মঘটের প্রথম দিন। সোমবার সকাল থেকেই পথে নেমে পড়েছেন সিপিএমের কর্মী সমর্থকরা।

কুলপি রোড তথা ১ নম্বর রাজ্য সড়কে আটকে গাড়ি চলাচল বন্ধ। মথুরাপুর ও ডায়মন্ড হারবার শহর জুড়ে বামেদের ধর্মঘটের মিশ্র প্রভাব দেখা দিয়েছে। সকাল থেকেই ডায়মন্ড হারবার শহরে অধিকাংশ দোকান বন্ধ কয়েছে।

ডায়মন্ড হারবার ১১৭ নম্বর জাতীয় সড়কে সাধারণ দিনের মতন যানবাহন লক্ষ্য করা যায়নি। দফায় দফায় বাম কর্মী সমর্থকরা ডায়মন্ডহারবার ১১৭ নম্বর জাতীয় সড়কে মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিশ্র প্রভাব দেখা দিয়েছে ডায়মন্ড হারবার শহর জুড়ে। সকাল থেকে সচল রয়েছে ডায়মন্ড হারবার স্টেশন বাজার। ডায়মন্ড হারবার স্টেশন বাজারে সকল দোকান খোলা থাকলেও তেমনভাবে ক্রেতার দেখা মেলেনি।

ধর্মঘটের প্রভাব পড়েছে লোকাল ট্রেন পরিষেবা। শিয়ালদাহ ডায়মন্ড হারবার শাখায় বিঘ্নিত ট্রেন চলাচল।

ধর্মঘটের সমর্থনে শিয়ালদাহ ডায়মন্ড হারবার শাখায় হোটর, বারুইপুর সোনারপুর স্টেশনে বাম কর্মী সমর্থকরা রেল অবরোধ করে। রেল অবরোধের জেরে শিয়ালদা দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনগুলোতে দাঁড়িয়ে পড়ে ডায়মন্ড হারবার লোকাল।

শিয়ালদহ দক্ষিণ শাখা লক্ষীকান্তপুর লাইনের দক্ষিণ বারাসত ও হোগলা স্টেশনের মাঝখানে বানেশ্বরপুর এলাকায় এবার আপ এবং ডাউন লাইনে রেল অবরোধে শামিল হল বাম কর্মী সমর্থকরা I

সোমবার দেশ জোড়া ধর্মঘটের সমর্থনে বাম কর্মী সমর্থকরা দলীয় পতাকা নিয়ে ডাউন ট্রেন আটকে দেয় I সপ্তাহের প্রথম দিন ধর্মঘটের প্রভাবে বিপাকে পড়েছে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + eight =