নিজস্ব প্রতিবেদক :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: মুর্শিদাবাদের খড়গ্রাম থানার অন্তর্গত মহিষার গ্রাম পঞ্চায়েতের বরার গ্রামে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হল প্রেমিক ও প্রেমিকার। বীরভূম জেলার বোলপুর ও লাভপুর থানার বাসিন্দা এই প্রেমিক যুগল। সোমবার সাত সকালে ঝুলন্ত অবস্থায় দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। একটা ওড়নায় দুজনে ঝুলে আত্মহত্যা করেন। রবিবার রাতে রাজেশ ঘোষ পিসির বাড়িতে এসেছিল। লাভপুরের দনাইপুরের বাসিন্দা রাজেশ ঘোষ (২০)ও বোলপুরের বাসিন্দা রাখী মন্ডল (১৫ বছর)।
খড়গ্রাম থানার পুলিশ দুজনের মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠায় ময়না তদন্তের জন্য।