নাকা তল্লাশি চলা কালীন জীবনতলা থানায় আটক করা হয় একটি সন্দেহজনক মোটরবাইক ও দুই আরোহীকে – উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: জীবনতলা :: গতকাল গভীর রাতে নাকা তল্লাশি চলা কালীন জীবনতলা থানায় আটক করা হয় একটি সন্দেহজনক মোটরবাইক ও দুই আরোহীকে। নিকটবর্তী মিনাখাঁ থানার পাশে অবস্থিত জীবনতলা থানার সুরিরাইট, বর্গাপাড়া নামক এই জায়গাটিতে গভীর রাতে ধরা এই বাইকের আরোহীকে ধরে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে ।

সিটকভার তুলে উঁকি মারতেই খুঁজে পাওয়া গেল দুইটি আগ্নেয়াস্ত্র এবং তিনটি কার্তুজ। ধৃত দুইজনের নাম বাকিবুল্লা মোল্লা, (২৮)এবং জয়নাল লস্কর(৩৩) ।দু’জনের বাড়িই আমতলা, কুমারজোল, থানা মিনাখা, উ: চব্বিশ পরগনা ।  গ্রেফতার দুজনকে পুলিশ রিমান্ডে নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 8 =