নিজস্ব প্রতিবেদক :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীর পথ আটকে তাকে শ্লীলতাহানির অভিযোগ উঠলো এক যুবকের বিরদ্ধে। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার ইন্দপুর থানা এলাকার ঝরিয়া গ্রামে।
স্থানীয় সূত্রে খবর, ঝরিয়া গ্রামের ১৪ বছর বয়সী নবম শ্রেণীর ঐ ছাত্রী তার বান্ধবীদের সঙ্গে সাইকেলে চেপে আড়ালডিহি হাই স্কুলে যাচ্ছিল। সেই সময় ওন্দা থানা এলাকার শুশুনিয়া গ্রামের শান্তনু পাল নামে এক যুবক তার পথ আটকায় |
সে ওই সময় তার শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। পরে গ্রামবাসীরা ঐ যুবককে আটক করে।গ্রামবাসীদের অভিযোগ, এধরণের ঘটনা এই প্রথমবার নয়। একাধিকবার গ্রামে বহিরাগতরা এসে মেয়েদের উত্যক্ত করেছে। বিষয়টি বারবার পুলিশকে জানিয়েও কোন কাজ হয়নি বলে তাদের অভিযোগ।ঘটনার খবর পেয়ে পুলিশ গ্রামে গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। এমনকি পুলিশের গাড়িও ভাঙ্গচুর চালানো হয় বলে অভিযোগ।
এই মুহূর্তে ঐ এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় খাতড়ার এস.ডি.পি.ও কাশীনাথ মিস্ত্রীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গ্রামে পৌঁছেছে। একই সঙ্গে পুলিশ অভিযুক্তকে আটক করেছে বলে জানা গেছে।