নিজস্ব প্রতিবেদক :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: বামপন্থী ট্রেড ইউনিয়ন, শ্রমিক সংগঠন সহ বাম মনোনীত শাখা সংগঠনগুলির দু’দিনব্যাপী ডাকা বন্ধের আজ মঙ্গলবার দ্বিতীয় দিন। কিন্তু বন্ধের কোনো প্রভাবই নজরে পড়লনা নদীয়ার নবদ্বীপ, কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট সহ একাধিক শহরে।স্বাভাবিক আর পাঁচটা দিনের মতো এই দিন সকাল থেকেই স্বাভাবিক জীবনযাত্রার চিত্র উঠে আসে শহরতলীতে।ট্রেন, বাস ও ভাগীরথী নদীর বুকে জল পরিষেবাও স্বাভাবিক রয়েছে অন্য দিনের মতোই ।