“জলপাইগুড়ির মানিকগঞ্জ সীমান্তের কাঁটাতার টপকে ভারতে ঢোকার পর ছয় বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করলো বিএসএফ ।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: কাশ্মীরে আপেল বাগানে,শ্রমিকের কাজের আশায়, দালাল মারফত ঐ ছয় বাংলাদেশী কাঁটাতার টপকে ভারতে ঢোকে। প্রথম দফায় চারজন কাঁটাতার টপকে ভারতে ঢুকতে সমর্থ হয়। এবং ট্রেন ধরতে পৌঁছে যায় নিউ জলপাইগুড়ি স্টেশন। দালাল মারফত ঐ ছয় জন মানিকগঞ্জে কাঁটাতার টপকে ভারতে ঢোকে।

প্রথম দফায় চারজন কাঁটাতার টপকে ভারতে ঢুকতে সমর্থ হয়। এবং ট্রেন ধরতে পৌঁছে যায় নিউ জলপাইগুড়ি স্টেশন। সীমান্তে কাঁটাতার টপকে দুজন ঢোকার সময় বিএসএফ এর হাতে ধরা পড়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই নিউ জলপাইগুড়ি স্টেশনে থাকা চার বাংলাদেশি যুবকের খোঁজ পায় বিএসএফ।

সীমান্তে কাঁটাতার টপকে দুজন ঢোকার সময় বিএসএফ এর হাতে ধরা পড়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই নিউ জলপাইগুড়ি স্টেশনে থাকা চার বাংলাদেশি যুবকের খোঁজ পায় বিএসএফ।

সীমান্তে কাঁটাতার টপকে দুজন ঢোকার সময় বিএসএফ এর হাতে ধরা পড়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই নিউ জলপাইগুড়ি স্টেশনে থাকা চার বাংলাদেশি যুবকের খোঁজ পায় বিএসএফ।

এর পরই তড়িঘড়ি বিএসএফ জওয়ানেরা নিউ জলপাইগুড়ি স্টেশনে অভিযান চালায়, এবং সাফল‍্য পায়। ধৃতরা সকলেই বাংলাদেশের ঠাকুরগঞ্জ জেলার বাসিন্দা। আজ তাদের জলপাইগুড়ি আদালতে হাজির করবে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + eighteen =