নিজস্ব প্রতিবেদক :: সংবাদ প্রবাহ :: কান্দি :: মঙ্গলবার দুপুরে কান্দির ছাতিনাকান্দির বাসিন্দা সিদাম মন্ডল তার কন্যার বিয়ে সংক্রান্ত মামলা নিয়ে কান্দি মহকুমা আদালত চত্বরে বিশৃংখলা তৈরি হয়।
সিদাম মন্ডল তিনি অতর্কিতভাবে কান্দি মহকুমা আদালতের আইনজীবী আবুল বাশারের উপর চড়াও হয় এবং তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।আবুল বাশারকে বাঁচাতে কান্দি মহকুমা আদালতে অন্যান্য আইনজীবীরাও ছুটে আসেন | অভিযোগ পাল্টা আইনজীবীরা সিদাম মণ্ডলকেও মারধর করে। দুপক্ষের মারামারিতে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে কান্দি মহকুমা আদালত চত্বরে কান্দি মহকুমা আদালতে কর্তব্যরত পুলিশ বাহিনী এবং কান্দি থানার পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আবুল বাশার নামের ওই আইনজীবী। অন্যদিকে কান্দি মহকুমা আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এই ঘটনার জেরে কান্দি থানার পুলিশ সিদাম মন্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে