আবারও সেই অনুন্নয়ন আর বঞ্চনার ছবি ধরা পড়ল জঙ্গল মহলের লালগড়ে।

দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: জঙ্গল মহল :: বাম জমানায় জঙ্গলমহলের অনুন্নয়নকে হাতিয়ার করেই দু-দশক আন্দোলনকে জোরদার করেছিল মাওবাদীরা |  আবারও সেই অনুন্নয়ন আর বঞ্চনার ছবি ধরা পড়ল লালগড়ে।লালগড়ের লোধা শবর অধ্যুষিত করমশোল ও রাঙামেটিয়া গ্রামে দু’বছর ধরে খারাপ হয়ে যাওয়া সাবমারসিবল পাম্প সারাই করে দেয়নি ব্লক প্রশাসন।এই গরমের সময় পানীয় জলের চূড়ান্ত সমস্যায় ভুগছেন লোধা শবর মানুষজন এরা। দু বছর আগে এই দুটি গ্রামের শবর পাড়ার সাবমার্সিবলের পাম্প মেরামত করার জন্য খুলে নেওয়া হয়েছিল বলে গ্রামবাসীদের অভিযোগ। করমশোল গ্রামে প্রায় ৮০ টি ও রাঙামেটিয়া গ্রামে রয়েছে প্রায় ১৮ টি শবর পরিবার।

গত ৪ মার্চ এই দু’টি গ্রামের শবর পাড়ার বাসিন্দারা এই নিয়ে ব্লক প্রশাসনের কাছে সাবমার্সিবলে পাম্প বসানোর জন্য লিখিত আবেদন জানিয়েছেন। অভিযোগ দু বছর ধরে সেই পাম্প মেরামত করে বসানো হয় নি।

ফলে এই দুটি গ্রামে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। প্রায় এক কিলোমিটার দূরের একটি কুয়োর জল শবর পরিবার গুলির ব্যাবহার করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =