কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মালদা রামকৃষ্ণ মিশন আশ্রম কর্তৃপক্ষের হাতে একটি মোবাইল মেডিক্যাল ভ্যান তুলে দিলেন ইংরেজবাজারের বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরি। বুধবার বিকালে রামকৃষ্ণ মিশনে গিয়ে ওই মোবাইল মেডিক্যাল ভ্যানটি রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী ত্যাগরূপানন্দের হাতে তুলে দেন বিধায়িকা।তিনি বলেন, রামকৃষ্ণ মিশন সারা রাজ্যে ও দেশে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে বিভিন্নভাবে দাঁড়াচ্ছে। তাঁদের চিকিৎসা পরিষেবাও দিচ্ছে। এই কাজে সাহায্যের জন্যই এই মোবাইল মেডিক্যাল ভ্যানটি তাঁদেরকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ।
দরকার পড়লে এই ভ্যানটিকে এ্যাম্বুলেন্স হিসাবেও ব্যবহার করা যাবে। সেই ব্যবস্থাও রাখা হয়েছে এই ভ্যানে।তিনি বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে ৯ লক্ষ ৫০ হাজার টাকা খরচ করে এই এ্যাম্বুলেন্সটি কিনে দিয়েছেন বলে জানান শ্রীরূপা মিত্র চৌধুরি।
এই ভ্যানটিতে অসুস্থ রুগীকে শুইয়ে সরাসরি স্ট্রেচারে করে গাড়িতে তুলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া যাবে। মালদা রামকৃষ্ণ মিশনের সম্পাদক বলেন, আমরা করোনার আগে থেকেই বিভিন্ন গ্রামে গিয়ে মানুষকে চিকিৎসা পরিষেবা দিয়ে থাকি।
করোনার সময়ও ওই কাজ আমরা চালিয়ে গিয়েছি। এই ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে এই মেডিক্যাল ভ্যানটি আমাদের কাজে লাগবে।
এদিনের মেডিক্যাল মোবাইল ভ্যান প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন দক্ষিণ মালদা জেলা বিজেপি সভাপতি পার্থসারথি ঘোষ, সহসভাপতি অজয় গাঙ্গুলি, সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল, ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর সুতপা মুখার্জি সহ অন্যান্যরা।