নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: আনারুলের গতি প্রকৃতি কাজ কর্ম অনেকদিন থেকেই দলের জেলা নেতৃত্ব ও ভালো চোখে দেখছিলেন না। সেই জন্য গত বিধানসভা নির্বাচনে রামপুরহাটের ফল ভালো হয়নি।
আনারুলকে দোষারোপ করে সেই সময় জেলা সুপ্রিমো অনুব্রত মন্ডল আনারুলকে ব্লক সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার নিদান দেন।
সেই সময় সদ্য নির্বাচিত রামপুরহাটের বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায় আনারুলকে আর একবার সুযোগ দেওয়ার অনুরোধ জানান । সেই মর্মে অনুব্রতকে মুচলেখা ও দেয় আশীষ বন্দ্যোপাধ্যায়। সিবিআইয়ের তদন্তে আনারুল সমন্ধে যে অভিযোগ উঠে আসছে তা নিয়ে দল আগেই তাকে সতর্ক করেছিল ।