কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এদিন হরিশ্চন্দ্রপুরের পথে নামলেন কংগ্রেস নেতৃত্বরা। হরিশ্চন্দ্রপুর সদর এলাকা পরিক্রমা করে শহীদ মোড় এলাকায় কংগ্রেস নেতৃত্ব জমায়েত হয়ে মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হয়। আজকের মিছিলে মূল্যবৃদ্ধি জন্য কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে দায়ী করা হয়।
উল্লেখ্য দিনদিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পেট্রোপণ্য দ্রব্যের দাম ক্রমশ বেড়েই চলছে। যার জেরে সর্বস্তরের মানুষের অতিষ্ঠ হয়ে উঠেছে। বারবার পেট্রোল ডিজেল দাম বৃদ্ধি রান্নার গ্যাসের দাম বৃদ্ধি তাহলে জনসাধারনের নাভিশ্বাস উঠেছে।
তার প্রতিফলন দেখা মিলল হরিশ্চন্দ্রপুর এর পথে। এদিন হরিশ্চন্দ্রপুর এলাকায় কংগ্রেস নেতৃত্ব একত্রিত হয়ে মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হয়ে পথ পরিক্রমা করেন দাবি একটাই দ্রব্যমূল্য হ্রাস করতে হবে।দিনের কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছিলেন হরিশ্চন্দ্রপুর এর প্রাক্তন বিধায়ক মুস্তাক আলম। এদিন তিনি বলেন মূল্য বৃদ্ধির জন্য কেন্দ্রীয় এবং রাজ্য সরকার উভয়ই দায়ী। এদিন তিনি কেন্দ্রীয় এবং রাজ্য সরকার উভয়কে কটাক্ষ করে বলেন
পার্শ্ববর্তী দেশে পেট্রোপণ্যের দাম খুবই কম নাগালের মধ্যে কিন্তু আমাদের দেশে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাস দাম ক্রমশ বেড়েই চলছে কেন?
পাশাপাশি রাজ্যজুড়ে একাধিক হত্যাকান্ড ঘটে চলছে এর জন্য রাজ্য সরকার দায়ী। মূল্যবৃদ্ধি সহ রাজ্যে একাধিক অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল।