কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: নদীর ধারে বাস তার দুঃখ চিরকাল। তবে এই দুঃখ ঘোচাতে রাজ্য সরকারের উদ্যোগে ভাঙ্গন প্রতিরোধ প্রকল্পের শিলান্যাস করে ভাঙন রোধের কাজ শুরু করা হলো। এদিন রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ২১০০ মিটার ভাঙ্গন রোধ প্রকল্পের কাজের শিলান্যাস করেন।উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষী মিত্র, জেলা পরিষদের সহকারী সভাধীপতি তথা বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার, মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী সহ অন্যান্যরা। মালদার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের অনুপনগর,পারলালপুর সহ একাধিক এলাকা প্রতি বছর ভাঙনে তলিয়ে যায়।
ইতিমধ্যে বিগত দিনে ভাঙনে ৭০০ পরিবার তাদের বসত বাড়ি জমি ভিটা হারিয়েছে। বর্তমানে তারা ঘর ছাড়া।কেউ আত্মীয়র বাড়িতে আবার কেউ অল্প পয়সায় বাড়ি ভাড়া করে দিন কাটাচ্ছেন। তাদের একটাই দাবি ভাঙন রোধের কাজ সঠিক সময়ে সঠিক ভাবে করা হোক। প্রতি বছর ভাঙনের কবলে পড়ে অনুপনগর পারলালপুর এলাকা।
ইতিমধ্যে জলের তলায় অনেক গ্রাম চলে গিয়েছে। তার চিহ্ন পর্যন্ত নেই এখন। তবে যে ভাঙ্গন রোধ এর কাজ শুরু হলো তাতে এখানকার মানুষের সুবিধা হবে এবং ভাঙন রোধও কিছুটা হবে বলে আশাবাদী সকলেই।