বারুইপুর মহকুমা হাসপাতালে পাইপলাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ পরিষেবা যে কোনও দিন বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা,

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর  :: দায়িত্বরত এজেন্সির সঙ্গে হাসপাতালের চুক্তি শেষ হয়ে গিয়েছে। তাই বারুইপুর মহকুমা হাসপাতালে পাইপলাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ পরিষেবা(ম্যানিফোল্ড পদ্ধতি) যে কোনও দিন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা হাসপাতাল কতৃপক্ষের।

ফলে বাড়তে পারে রোগীদের চরম ভোগান্তি। বারুইপুর মহকুমা হাসপাতালের সুপার ঈশ্বর চট্টোপাধ্যায় বলেন, জেলা স্বাস্থ্য দপ্তরকে জানানো হয়েছে বিষয়টি।

কিছু অসুবিধা হলেও বেশি করে নজরদারি রাখতে হবে আমাদের। এই প্রসঙ্গেই বিধানসভার অধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, আমি রাজ্য স্বাস্থ্য অধিকর্তাকে সব জানিয়েছি। বলা হয়েছে পাইপ লাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ চালু রাখার জন্য। অক্সিজেন সিলিন্ডারের অভাবে রোগীদের যেন কোনও সমস্যা না হয় তা দেখতে বলা হয়েছে। আশা করছি দু একদিনের মধ্যে সমস্যা মিটে যাবে।দুই বছর আগে বারুইপুর মহকুমা হাসপাতাল করোনা হাসপাতাল হয়ে যাওয়ায় হাসপাতালে এম জি পি এস পদ্ধতিতে পাইপ লাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ চালু করা হয়েছিল। তা থেকেই সুপার স্পেশালিটি হাসপাতালেও পরিষেবা চলত।

হাসপাতাল সূত্রে খবর, PSA প্লান্টের মাধ্যমে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাইপ লাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ স্বাভাবিক থাকলেও চুক্তি শেষ হয়ে যাওয়ায় পাইপ লাইনের মাধ্যমে অক্সিজেন পরিষেবা বন্ধ হতে চলেছে বারুইপুর মহকুমা হাসপাতালে।

পাইপ লাইনের মাহ্যমে অক্সিজেন সরবরাহের জন্য মোট ৫৮টি ডি টাইপ সিলিন্ডার রয়েছে। যার মধ্যে এখন ১৬টি চলছে। এই ডি টাইপ অক্সিজেন সিলিন্ডারে থাকে ১৫০ কেজি অক্সিজেন, যার মাধ্যমে ১ ঘন্টায় ১৫ লিটার অক্সিজেন সরবরাহ হয়।

যে এজেন্সি এই কাজের দায়িত্বে ছিল তাঁদের সঙ্গে চুক্তি ৩১ মার্চ ২০২২ এ শেষ হয়ে গিয়েছে। একমাত্র হাসপাতালের কতৃপক্ষের অনুরোধে বেঁচে থাকা সিলিন্ডার দিয়ে তাঁরা পরিষেবা চালু রেখেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =