উৎকর্ষ বাংলার মাধ্যমে মাছ চাষে ঘুরে দাঁড়াতে চায় দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিং।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ক্যানিং :: উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে মাছ চাষের সুফল ফেরাতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আর তাই এই প্রকল্পের উপযুক্ত জায়গা হিসেবে বেছে নেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনার মাতলা নদী লাগোয়া ক্যানিংকে। বেশ কয়েকটি এলাকাকে এই মাছ চাষের জন্য চিহ্নিত করা হয়েছে। সরকার উৎকর্ষ বাংলার মাধ্যমে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। দক্ষিণ ২৪ পরগনার কে মাছ চাষের অগ্রাধিকার দেওয়া হয়েছে। আর তার জন্য বাছা হলো ক্যানিংয়ের ডাবু এলাকাকে।

এদিন রাজ্য সরকারের প্রতিনিধিরা আসেন এই এলাকায়। এবং মাছ চাষের সম্ভাবনাকে খতিয়ে দেখেন।ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে বেশকিছু মাছ চাষের এলাকাকে এখানে চিহ্নিত করা হয়েছে। স্থানীয় বেকার যুবকদের কে মাছ চাষে উৎসাহ করে এই প্রকল্প কে এগিয়ে নিয়ে যাওয়া হবে। তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে মিলবে সমস্ত সাহায্য।

আগামী দিনে মাছ উৎপাদনে ভারতবর্ষকে এক নম্বরের স্থানে নিয়ে যাওয়ার জন্য এই উৎকর্ষ বাংলা প্রকল্পের উপর জোর দিচ্ছে রাজ্য সরকার।           এ বিষয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার অতিরিক্ত মৎস্য আধিকারিক সব্যসাচী ব্যানার্জি বলেন, আগামী দিনে এই এলাকা থেকে বিদেশে মাছ পাঠানোই আমাদের লক্ষ্য। শুধু তাই নয় মাছ উৎপাদন ও যাতে আমরা প্রথম স্থান অধিকার করতে পারি সেদিকেও নজর রাখা হচ্ছে।

এখানে বেশ বড় বড় পুকুর ও জলাশয় আছে যেগুলো মাছ উৎপাদনের ক্ষেত্রে যথেষ্ট সহযোগী হবে।উৎকর্ষ বাংলার মাধ্যমে সারা রাজ্য জুড়ে বিভিন্ন কুটির শিল্প ও মৎস্যচাষ পশুপালন সহ বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়ে থাকে।

যেহেতু সুন্দরবন ও দক্ষিণ ২৪ পরগনায় মাছ চাষের উপযোগী তাই এই এলাকাকে বেছে নেওয়া হয়েছে মাছ চাষের উৎকর্ষ বাংলা হিসাবে। ইতিমধ্যেই কুড়ি জন যুবককে প্রশিক্ষণও দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

এদিন রাজ্য সরকারের তরফ থেকে জেলার অতিরিক্ত মৎস্য আধিকারিক ছাড়াও উপস্থিত ছিলেন ক্যানিং ১ নম্বর ব্লকের বিডিও শুভঙ্কর দাস ও অন্যান্য আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =