বেলপাহাড়ীর লবনিতে মাওবাদিদের রাখা ল্যান্ডমাইন উদ্ধার ।এলাকা জুড়ে আতঙ্ক।

দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: বেলপাহাড়ি :: মাওবাদীদের ডাকা বাংলা বনধ এর আগের দিন বেলপাহাড়ীর লবনিতে ল্যান্ড মাইন উদ্ধার ।এলাকা জুড়ে আতঙ্ক। ৮ ই এপ্রিল শুক্রবার বাংলা বনধ এর ডাক দিয়ে জঙ্গলমহল জুড়ে কয়েকদিন ধরেই বেশ কিছু মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয় ।

পশ্চিম মেদিনীপুর , পুরুলিয়া ও বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় বাংলা বনধ এর সমর্থনে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার করে পুলিশ।

এরপর পুলিশ নড়েচড়ে বসে। ঝাড়খন্ড সীমান্তবর্তী ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার সীমান্তবর্তী এলাকায লবনী তে বৃহস্পতিবার সিআরপিএফ জওয়ানরা তল্লাশি অভিযান চালায়। বৃহস্পতিবার তল্লাশি অভিযান চালানোর সময় বেলপাহাড়ি থানার শিমুলপাল অঞ্চলের লবনি এলাকায় একটি ল্যান্ড মাইন দেখতে পায় জওয়ানরা। বিষয়টি জানাজানি হলে ওই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এককিমি এলাকা ঘিরে রাখা হয়েছে।কাউকে ঢুকতে দেওয়া হচ্ছেনা।ঘটনাস্থল থেকে কিছুটা দূরে রয়েছে সিআরপিএফ জওয়ানদের ১৮৪ নম্বর ব্যাটালিয়নের ক্যাম্প ।তাই ঘটনাস্থলে গিয়েছে সিআরপিএফের ১৮৪ নম্বর ব্যাটালিয়নের সিও বি আর মিনা , আধিকারিক ঘনশ্যাম গুজ্জর, ও ঝাড়্গ্রাম জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বোম্ব স্কোয়ার্ড এর সদস্যরা। বাংলা বনধ এর দিন শুক্রবার মাওবাদীরা নাশকতার ঘটনা ঘটাতে পারে। তার জন্য ঝড়খন্ড সীমান্তবর্তী এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ ও সিআরপিএফ জওয়ানরা। সেই তল্লাশি অভিযান চালাতে গিয়ে দেখতে পায় একটি ল্যান্ডমাইন।

পুলিশ সূত্রে জানা গেছে ঘটনা স্থলে মাটির নিচে কিছু একটা আছে। বম্বস্কয়াড কে খবর দেওয়া হয়েছে। এর জেরে মাওবাদীদের ডাকা বাংলা বনধ এর আগের দিন বৃহস্পতিবার জঙ্গলমহল জুড়ে নতুন করে চাপা আতঙ্ক দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 12 =