নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: মুর্শিদাবাদ জেলার লালগোলা এলাকার বাসিন্দা জোজো কুমার গত ২৩শে আগষ্ট ২০২১এর সকালে লালগোলা থেকে সাইকেলে চেপে দেশ ভ্রমণের যাত্রা শুরু করেছিলেন। লালগোলার মানুষ সাইকেল ম্যান হিসেবেই চেনেন জোজো কে।মুর্শিদাবাদ থেকে যাত্রা শুরু করে কন্যা কুমারী থেকে কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, দিল্লি, মুম্বই রাজস্থান, বিভিন্ন রাজ্যে অতিক্রম করে অবশেষে বৃহস্পতিবার দুপুরে ফিরলেন নিজের জেলা মুর্শিদাবাদে। বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে এসে পৌঁছতেই তাকে সম্বর্ধনা দিলেন বহরমপুর শহরের মানুষ।বহু কষ্টের পর অভিযান সফল হওয়ায় খুশির মেজাজে দেখা গেল সাইকেল ম্যান জোজো কুমারকে।।