BREAKING NEWS :: চন্দননগরের স্ট্র্যান্ড রোডে নামলো ভয়াবহ ধস – আতঙ্কিত এলাকাবাসী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: চন্দননগরের জোড়াঘাট ও কানাইলালের মূর্তির সামনের রাস্তা হঠাৎই বসে যায়। এদিন সন্ধ্যার মধ্যেই যা কমবেশী ৫ফুট এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।

আর বৃহস্পতিবার দুপুরের মধ্যে সেই ধস ১০ফুটের বেশী আকার ধারন করে। যদিও বুধবার সন্ধ্যার পর থেকেই বিষয়টি নিয়ে তৎপরতা শুরু করে চন্দননগর পুরনিগম।পুরনিগমের মেয়র রাম চক্রবর্তী বলেন ওই এলাকাতেই একবার ধস নেমেছিলো। সেসময়ই পুরনিগম উদ্যোগ গ্রহন করে রাস্তা মেরামত করে। আসলে ফরাসিদের আমলে চন্দননগরের বিভিন্ন জায়গায় পাতাল নিকাশীর ব্যবস্থা ছিলো।

মাটির নীচে সেই নিকাশী নালাগুলি আজও বর্তমান। রাস্তায় অতিরিক্ত চাপের ফলে সেই নালার উপরের মাটি বসে যাচ্ছে। যার ফলে রাস্তায় ধস নামছে।

মেয়র রাম চক্রবর্তী জানিয়েছেন আগামীকাল থেকেই যুদ্ধকালীন তত্পরতায় মেরামতির কাজ শুরু হয়ে যাবে । এই নিয়ে নগর বাসীদের চিন্তিত হবার কারণ নেই । শুনব কি বললেন মেয়র রাম চক্রবর্তী | দেখুন ভিডিও |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + twelve =