পড়া পড়া খেলার অনুভুতি মনে জাগরিত করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রেলগাড়ির কামরার রূপ ফুটিয়ে তোলা হয়েছে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুধুমাত্র পড়াশুনার গন্ডির মধ্যে আবদ্ধ না থেকে পড়া পড়া খেলার অনুভুতি মনে জাগরিত করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রেলগাড়ির কামরার রূপ ফুটিয়ে তোলা হয়েছে। এতে একদিকে যেমন পড়ুয়াদের স্কুলমুখি করা গেছে অন্যদিকে চিরাচরিত স্কুলের চার দেওয়ালের মরচে ধরা রঙ আলাদা মাত্রা পেয়েছে।

স্কুলটি শিলিগুড়ি শহরের অদূরে জঙ্গল ঘেরা রাজগঞ্জ ব্লকের শিমূলগুড়িতে সি এস প্রাথমিক বিদ্যালয়। ২০১৯ সালে স্কুলটির পোড়ামাটির রূপ বদলে সর্বসম্মতিক্রমে রেলগাড়ির কামরার রূপ দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু দুর্ভাগ্য ক্রমে স্কুলটি নতুন রূপ পেতেই করোনার জেরে স্কুল দু বছর বন্ধ হয়ে যায়।চলতি বছর স্কুল খোলা হতেই পড়ুয়ারা ছুটে আসে স্কুলে। যেসব পড়ুয়াদের লকডাউনে বাড়িতে থেকে থেকে স্কুলে আসার অভ্যেস নষ্ট হয়ে গিয়েছিল তারাও সহপাঠীদের মুখে স্কুলের এই ভোল বদলের কথা শুনে স্কুলে আসতে আগ্রহি হয়৷

ফলে স্কুলের ১০৩ জন পড়ুয়ার সকলেই নিয়মিত স্কুলে আসতে শুরু করেছে বলে জানান স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মল কান্তি সরকার।বিশেষজ্ঞদের মতে নতুন ধারণায়, নতুন আঙ্গিকে যদি শৈশবকে পড়াশোনার বন্ধনে আবদ্ধ করা যায় তাতে পড়াশুনার প্রতি শিশুরা বেশি করে আকৃষ্ট হয়। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, রাজ্যে আরও কিছু স্কুলে এমন ছবি রয়েছে বলে জেনেছি।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 17 =