নিজস্ব প্রতিবেদক :: সংবাদ প্রবাহ :: শ্রীরামপুর :: শ্রীরামপুর ডেনিশ গভর্নর হাউস।এখানে শ্রীরামপরের ডেনিস গভনর কর্নেল বাই এর বাসভবনটি সংস্কার করে আজ সেখানে একটি প্রদর্শনীশালা তৈরি করা হলো।শুক্রবার এই ভবনটি উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন,এবং ডেনমার্ক মিউজিয়ামের প্রধান বেন্টলে উলফ ভারতের নিযুক্ত ডেনমার্ক রাষ্ট্রদূত ।
প্রসঙ্গত উল্লেখযোগ্য যে ১৭৭০ শ্রীরামপুরে দিনেমার প্রশাসনিক প্রধান কার্যালয় গড়ে তোলে ডেনিশ গভর্মেন্ট।কালের নিয়মে এই ভবনটি ভগ্নদশায় পরিনত হয়। মাঝে মধ্যেই এই ভবনটি সংস্কার হয়।বহু ইতিহাসের সাক্ষী এই গভর্নর হাউসকে আবার শ্রীরামপুরবাসীর সামনে নিয়ে আসার ব্যবস্থা করলো ডেনমার্ক সরকার।
প্রাচীনত্ব বজায় রেখে পশ্চিমবঙ্গ সরকারের সাহায্যে একেবারে নতুন ভাবে সেজে ওঠেছে ভবনটি ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন ছাড়াও স্থানীয় বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায় এবং শ্রীরামপুরের পুরসভার প্রধান গিরিধারীসাহা সাহা ।