মগরাহাটে শনিবার সকালে জোড়া খুনের পর রবিবার থেকে দফায় দফায় উত্তপ্ত মগরাহাটের মাগুরপুকুর এলাকা।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: মগরাহাট :: মগরাহাটে শনিবার সকালে জোড়া খুনের পর রবিবার থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে মগরাহাটের মাগুরপুকুর এলাকা। ২৪ ঘন্টা কেটে গেলও এখনো পর্যন্ত অধরা অভিযুক্ত। মূল অভিযুক্ত জানে আলম মোল্লা গ্রেপ্তারের দাবিতে অনড় গ্রামবাসীরা। মাঝে মাঝে বিক্ষিপ্ত হয়ে উঠছে গ্রামবাসীরা।অভিযুক্ত শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করতে চায় গ্রামবাসীরা সেই সময় ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই জোড়া খুন কান্ডে ইতিমধ্যে ছজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ডায়মন্ডহারবার পুলিশ ।

রবিবার দুপুর নাগাদ মৃত সিভিক ভলান্টিয়ার বরুণ চক্রবর্তী ও মলয় মাখলের বাড়িতে এসে পরিবারের সঙ্গে দেখা করেন মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক নমিতা সাহা ও জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল ।

সঙ্গে ছিলেন মগরাহাটের বিডিও সহ পঞ্চায়েত স্তরে বিভিন্ন নেতাকর্মীরা। মৃত দুই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সাংসদ। দুই পরিবারের হাতে ২.৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দেওয়া   হয় ।জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল বলেন, পুলিশ কাজ করছে । আমাদের পুলিশের উপর ভরসা আছে। পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করবে। এলাকায় মানুষকে শান্ত থাকার জন্য অনুরোধও করেন । দোষীরা রেহাই পাবে না শাস্তি পেতে হবে। মৃত দুই পরিবারের সদস্যকে চাকরির প্রতিশ্রুতি দেন । সকাল থেকেই থমথমে পরিবেশ।

এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।ডায়মন্ড হারবারে এসডিপিও মিথুন কুমার দে বলেন, মূল অভিযুক্তের খোঁজে বিভিন্ন জায়গায় রাতভর তল্লাশি অভিযান চালানো হয়েছে। ছজনকে আটক করা হয়েছে । তাদেরকেও জিজ্ঞাসা করা হচ্ছে।

এরমধ্যে মূল অভিযুক্ত জানে আলম মোল্লার স্ত্রীও রয়েছে। খুব দ্রুতই মূল অভিযুক্ত গ্রেফতার হবে।এলাকার মানুষকে অনুরোধ করেন আপনারা শান্ত থাকুন। দোষী যেখানেই থাকুক আমরা গ্রেফতার করে শাস্তি দেবো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 9 =