নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বহু প্রতিক্ষার অবসান। মানুষের সিঁড়ি ভাঙার কষ্ট লাঘব করে এবার বিষ্ণুপুর রেল স্টেশনে চালু হল লিফট। সাধারণ যাত্রীদের জন্য আজ ওই লিফটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিষ্ণুপুর বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। ছিলেন দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিআরএম মনীশ কুমার। তবে এই লিফটে স্টেশনের বাইরে টিকিট কাউন্টার থেকে শুধু মাত্র তিন নম্বর প্লাটফর্মে যাওয়া যাবে।
আপ ও ডাউন এর অধিকাংশ ট্রেনের স্টপেজ দেয় ১ অথবা ২ নম্বর প্লাটফর্মে। ওই দুই প্ল্যাটফর্মের যাত্রীরা কিন্তু এই লিফটের সুবিধা থেকে বঞ্চিত থাকছেন। ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মের জন্য পৃথক দু’টি এসকেলেটার বা চলমান সিঁড়ি বসানো হচ্ছে। যার সিংহভাগ কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে।এদিন সৌমিত্র খাঁ জানান যাত্রীদের সুবিধার্থে খুব শিগগিরই চলমান সিঁড়ি সাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়া হবে। এদিন সাংসদ সৌমিত্র খাঁ বলেন ‘কোভিডের জন্য এই লিফট চালু করতে কিছুটা দেরি হয়েছে। তা না হলে আরো আগেই লিফট এবং এস্কেলেটর চালু হয়ে যেত।
বাবা ষাঁড়েশ্বরের মন্দির বা জয়রামবাটিতে সারদা মায়ের মন্দিরে যেতে হলে মানুষের বিষ্ণুপুর স্টেশনকেই ভরসা করতে হয়। তাই এখন লিফট চালু হওয়ায় বয়স্কদের স্টেশনের সিঁড়ি ভাঙার কষ্ট থেকে রেহাই মিলল। এর জন্য রেল মন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ’।