ISF করায় বাজার থেকে দোকান উচ্ছেদ তৃণমূলের

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: ছেলে ISF করেছে সেকারনে বাবার সব্জির দোকান জোর করে তুলে দিলো তৃণমূলীরা।  ভাঙড়ের ঘটকপুকুর বাজারের ঘটনা। অভিযোগ এলাকার তৃণমূল কংগ্রেস নেতা কাইজার আহমেদ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। ঘটনায় ভাঙড় থানায় লিখিত অভিযোগ করেছেন সবজি ব্যবসায়ী আবু বক্কার মল্লিক।তাঁর অভিযোগ ছয় সাত বছর ধরে ভাঙড়ের ঘটকপুকুর বাজারে সবজি ব্যবসা করে আসছি,ছেলে ISF করেছে বলে জোর করে আমার দোকান তুলে দেওয়া হয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতা কাইজার আহমেদ। তিনি জানান, বাসন্তী হাইওয়ের সম্প্রসারণের জন্য দোকান সরানো হচ্ছে। কিন্তু বাজারে এত দোকান থাকলেও কেনো শুধুমাত্র এই দোকনটাকেই তুলে দেওয়া হল ? উঠছে প্রশ্ন !

ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী জানান, বিধানসভা ভোটে আমাদের হয়ে কাজ করার জন্য লাগাতার অত্যাচার হচ্ছে। কাইজার আহমেদ নিজের অফিসে ডেকে নিয়ে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে ঐ সবজি ব্যবসায়ীকে। আমি থানায় যেতে বলেছি। থানা ব্যবস্থা না নিলে আমরা কোর্টে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =