কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: স্বাস্থ্য সাথী কার্ড পুনর্নবীকরণ না করলে মিলবে না লক্ষীর ভান্ডারের টাকা’ এই গুজব রটতেই আজ সকাল থেকে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লক চত্বরে উপচে পড়েছে হাজার হাজার মহিলার ভীড়।ব্লক সুত্রে জানা যায়, সরকারি ভাবে এইধরনের কোনো নির্দেশিকা জারি করা হয়নি।
কে বা কারা এই ধরনের ভুয়ো খবর এলাকায় রটিয়ে দিয়েছেন।তাই আজ সকাল থেকেই উপচে পড়েছে হাজার হাজার মহিলার ভিড়।কেউ যেন এইধরনের ভুয়ো খবরে কান না দেয় তা ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
তবে ব্লকে চলছে স্বাস্থ্য সাথী কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্কের কাজ।যা দীর্ঘদিন ধরে ব্লকে বাংলা সহায়তা কেন্দ্রে চলবে।
