কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: পাঁচশোটি দু:স্থ পরিবারকে খাদ্যসামগ্রী দিল মালদহের চাচঁলের খানপুর আজাদ গ্রাম উন্নয়ন সমিতি । রমজান মাস উপলক্ষে বুধবার রতুয়ার চাতোর মাঠে শিবির করে ৫০০ টি পরিবারকে এক মাসের খাদ্য সামগ্রী দেওয়া হয়।
এদিন যাদের সাহায্য করা হয়েছে তাদের অধিকাংশই অসহায় বিধবা মহিলা।গত দু বছর ধরে লকডাউনের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে খেটে খাওয়া মানুষদের সমস্যা।
ওই সময় তাদের পাশে একাধিকবার দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল স্বেচ্ছাসেবী সংস্থা আজাদ গ্রাম উন্নয়ন সমিতি।এবার রমজান মাসেও ফের একইভাবে ওই দুঃস্থ বাসিন্দাদের সাহায্যে এগিয়ে আসল তারা। বুধবার রতুয়ার চাতোরে শিবির করে চাচঁল-২ ব্লক ও রতুয়ার বিভিন্ন এলাকার দুঃস্থদের হাতে ত্রান তুলে দেওয়া হয়।
প্রত্যেককে ১৫ কিলোগ্রাম চাল, ৫ কিলোগ্রাম আটা, দু কিলোগ্রাম চিনি, দু কিলোগ্রাম সর্ষের তেল,দুকেজি ডাল ও এক কিলোগ্রাম খেজুর দেওয়া হয়।এভাবেই দু:স্থ মানুষদের পাশে তারা সব সময় দাঁড়াবেন বলে জানিয়েছেন সংস্থার সম্পাদক আব্দুর রশিদ।এদিন একসাথে একমাসের খাদ্য সামগ্রী পেয়ে মুখে হাসি ফুটেছে অসহায়দের।