ভয় দেখিয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার নেতড়াতে

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কুলতলী :: রাজ্যে আবারো ধর্ষণের ঘটনা। হাঁসখালি থেকে নামখানা একের পর এক রাজ্যে ধর্ষিতা হচ্ছে মহিলারা। এবার তাতে নতুন সংযোজন ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারে এক নাবালিকার ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে।নাবালিকা ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার প্রতিবেশী ওই ব্যক্তি। ভয় দেখিয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার নেতড়াতে। ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেফতার করেছে পুলিশ।জানা গিয়েছে, ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার নেতড়ার উত্তর শেওড়দাহ এলাকার। অভিযুক্তের নাম এমাদুল আখন। বয়স ৪৫ বছর। পেশায় ফেরিওলা এমাদুল আখন নেতড়ার উত্তর শেওড়দাহ এলাকারই বাসিন্দা।

অভিযোগ, গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশী ষষ্ঠ শ্রেণিতে পাঠরত নাবালিকা ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে সে। এমনকি তার এই কুকর্মের কথা ওই নাবালিকা যাতে কাউকে না বলে, সেজন্য এমাদুল আখন ওই ছাত্রীকে বিভিন্নভাবে ভয়ও দেখায়।

এখন এই ঘটনার কথা জেনে ফেলে নির্যাতিতা নাবালিকার কাকার মেয়ে। সে-ই পরিবারের বাকি সকলকে ঘটনার কথা জানায়।

এই ঘটনা প্রকাশ্যে আসার পরই নির্যাতিতা নাবালিকার পরিবার মঙ্গলবার রাতেই ডায়মন্ড হারবার থানায় অভিযুক্ত এমাদুল আখনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত এমাদুল আখনকে গ্রেফতার করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =