নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::বীরভুম :: ৫১ পীঠের অন্যতম শেষ পীঠস্থান হল কঙ্কালীতলা। কথিত আছে এই স্থানে মায়ের কাঁকাল পড়েছিল। সেই থেকেই এই স্থান কঙ্কালীতলা নামে পরিচিত ।
প্রতিবছর চৈত্র সংক্রান্তির দিন কংকালী মায়ের প্রতিষ্ঠা দিবস হিসেবে এখানে মায়ের বাৎসরিক পুজো ,অনুষ্ঠান হয়ে থাকে।
পুজো উপলক্ষে মন্দির চত্বর জুড়ে কয়েকদিনের মেলাও বসে। করোনা সংক্রমণ কাটিয়ে চৈত্র সংক্রান্তি উপলক্ষে এবারও সেই পুজোর আয়োজন করা হয়েছে। দূরদূরান্ত থেকে পুণ্যার্থীরা পুজো দিতে এসেছেন সঙ্গে বসেছে মেলাও।