কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: করণা প্রভাবে দু’বছর হনুমান জয়ন্তী তেমন ভাবে হয়নি। কিন্তু এইবারে মহা ধুমধাম করে হনুমান জয়ন্তী শুরু হলো। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া হনুমান জয়ন্তির শনিবার ছিল তার শেষ দিন।
হনুমান জয়ন্তী শেষদিনে দক্ষিণ বালুচর মহাবীর মন্দিরে ১০১ কেজি করে লাড্ডু প্রসাদ ৬ জন ভক্ত দিয়ে থাকে।এছাড়াও হনুমান জয়ন্তীতে শোয়ামনি ভোগ এবারে ১৫০ জন ভক্ত দিয়ে থাকে এবং ৫৬ ভোগ দুজন ভক্ত দিয়ে থাকে। দক্ষিণ বালুচর মহাবীর মন্দিরের সেবায়েত প্রভুজি মিশ্রা জানান হনুমান জয়ন্তী প্রতিবারে ১০১ কেজি লাড্ডু দুজন ভক্ত দিয়ে থাকে তবে এবারে ১০১ কেজি লাড্ডু প্রসাদ ৬ জন ভক্ত দিয়ে থাকে।
প্রতিবারের মতো এবারও প্রসাদ ভক্তদের মধ্যে খাওয়ানো হয়। মালদা ইংরেজবাজার শহর ছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্তরা প্রসাদ পেতে মন্দিরে ভিড় করেন। ইংরেজবাজার শহরের দক্ষিণ বালুচর মহাবীর মন্দির পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে হনুমান জয়ন্তী উপলক্ষে শহরজুড়ে কলস যাত্রা বের হয়।
দক্ষিণ বালুরচর মন্দির প্রাঙ্গণ থেকে এই কলস যাত্রা শহরের পোস্ট অফিস মোড়, মকদমপুর, কেজে সান্যাল রোড ,রাজমহল রোড , পোস্ট অফিস মোড় হয়ে মন্দির প্রাঙ্গণে শোভাযাত্রা শেষ হয়। শনিবার তার সমাপ্ত হয় আর এই শেষ দিনে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ ও সন্ধ্যায় ভজন-কীর্তন করা হয় প্রতি বারের মতন।