শান্তিনিকেতনে গণধর্ষিতা নাবালিকা ও তার পরিবারকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিনিকেতন :: এবার গণধর্ষিতা নাবালিকা ও তার পরিবারকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল অভিযুক্তদের পরিবারের লোকজনদের বিরুদ্ধে। এই মর্মে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে শান্তিনিকেতন থানা দ্বারস্থ হলেন ওই নির্যাতিতার পরিবার ।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত নভেম্বর মাসে শান্তিনিকেতন থানার অন্তর্গত তমশুল ডাঙ্গা এলাকায় ১৪ বছরের এক নাবালিকা গণধর্ষণের শিকার হয়।এরপরই পরিবারের তরফে সোমনাথ হেমব্রম, চরণ সরেন ও এক নাবালকের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।

এরইমধ্যে অভিযোগ অভিযুক্ত পক্ষের লোকজনেরা শুক্রবার ওই নির্যাতিতা বাড়িতে চড়াও হয়ে তাদের মারধর ও মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিতে থাকে।

ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে ওই নির্যাতিতা পরিবার। এরপরই এদিন ওই নির্যাতিতার পরিবার ও কিছু গ্রামবাসী শান্তিনিকেতন থানায় এসে পুলিশি নিরাপত্তা লিখিত অভিযোগ দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =