সোনারপুর :: তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনা সোনারপুর এর নিহত তৃণমূল কর্মীর নাম মঙ্গল প্রামানিক (৩৫)। মঙ্গল বিষ্ণুপুরের ২২২ নম্বর বুথের কোষাধক্ষ্য ছিলেন। তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগে এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। বিজেপি কর্মীর নাম দেবাশীষ প্রামাণিক।

এই খুনের পিছনে পারিবারিক শত্রুতা কে বেশি প্রাধান্য দিচ্ছে পুলিশ। ভোরবেলা মাছের আড়তে কাজে যাওয়ার পথে তাকে খুন করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তদন্তে সোনারপুর থানার পুলিশ। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেবাশীষ প্রামাণিক এর সঙ্গে দীর্ঘদিনের শত্রুতা ছিল মঙ্গলের। এর আগেও একাধিকবার তাদের মধ্যে অশান্তি হয়েছে।

স্থানীয়দের মধ্যস্থতায় তা মিটে যায়। কাজ ও পারিবারিক সম্পর্কের টানাপোড়েনের পাশাপাশি রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকায় অশান্তি আরো চরমে ওঠে। ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত পলাতক। তার খুঁজে চলছে পুলিশি তল্লাশি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে মঙ্গল মাছের আড়ৎতে কাজে যাচ্ছিল। অভিযোগ তখন ধারালো অস্ত্র ও বাঁশ দিয়ে তার ওপর চড়াও হয় দেবাশীষ। রাস্তায় ফেলে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে মঙ্গল প্রামানিক। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

মঙ্গলের পরিবার জানিয়েছে, এক বছর আগে থেকে দল দল করে ঝামেলা শুরু হয়েছে, আগে অনেক মারামারি হয়েছে ওদের দুজনের মধ্যে। কিন্তু স্থানীয়দের মধ্যস্থতাতে সমস্যা সমাধান হয়েছিল। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + fourteen =