সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: দেহরক্ষী ও ভাঙড় থানার পুলিশকে সঙ্গে নিয়ে এক মহিলাকে গুলি করে খুনের হুমকি দিলেন ভাঙড় এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি তথা ভাঙড় ১ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি শাহাজাহান মোল্লা।
মহিলাকে গুলি করে মারার হুমকির ভিডিও ইতিমধ্যে সোশাল মিডিযায় ভাইরাল হয়েছে। ঘটনাস্থল ভাঙড়ের চন্দনেশ্বর এলাকা।যদিও সংবাদ প্রবাহ এই ভিডিওর সত্যতা যাচাই করেনি |
আক্রান্ত মহিলা তন্দ্রা দাস। তার অভিযোগ প্রায় সাড়ে ১৪ বিঘা পৈতৃক সম্পত্তি রয়েছে। যেখানে একটি বাচ্ছাদের স্কুলও ছিল। সেই স্কুল ভেঙে জোর করে এই সম্পত্তি দখল করা হয়। আক্রান্ত মহিলা ও তার মা বাগানের মধ্যে প্রবেশ করলে তাদের বিষাক্ত স্প্রে করা হয় বলে অভিযোগ।
পুলিশের দারস্থ হলে পুলিশ জানায়, তৃণমুলের নেতার বিরুদ্ধে কোনো অভিযোগ নেওয়া যাবে না।
এই ঘটনার জেরে আতঙ্কের মধ্যে রয়েছেন ঐ পরিবার। খবর সংগ্রহের জন্য সংবাদ মাধ্যমের কর্মীরা পৌঁছালে সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বাগানের দখলদারি আপাতত নেওয়া যাবে না ও বাগানে ঢোকা যাবে না বলে আক্রান্ত পরিবারকে হুঁশিয়ারি ভাঙড় থানার পুলিশের । এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, এইধরনের ঘটনা রাজ্যে প্রায়ই ঘটছে। পুলিশের বলে বলীয়ান হয়েই নেতারা এই কাজ করছে। নেতা, পুলিশ তোলাবাজ সব এক হয়ে গিয়েছে।
বিজেপি নেতা সুনীপ দাস বলেন, মহিলা মুখ্যমন্ত্রী আমলে পুলিশের সামনেই মহিলাকে গুলি করার হুমকি, অথচ পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে তার অভিযোগ ।
অন্যদিকে অভিযুক্ত তৃণমুল নেতা শাহাজাহান মোল্লা তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। যে ভিডিও ভাইরাল হয়েছে তা সত্যি নয় বলে দাবি তার।