বিশ্বভারতীর হোস্টেল বৃহস্পতিবার সকালে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: বিশ্বভারতীর হোস্টেল বৃহস্পতিবার সকালে দ্বাদশ শ্রেণীর পড়ুয়া অসীম দাসের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। যা ঘিরে ওই দিন উত্তেজনা ছড়ায় বিশ্বভারতী চত্বরে। সেই উত্তেজনার পারদ চড়লো শুক্রবার পর্যন্ত। পরিবারের অভিযোগ তাদের ছেলেকে খাবারের সঙ্গে কিছু খাইয়ে খুন করা হয়েছে। তবে এটি খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনায় ইতিমধ্যে পরিবারের তরফে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিশ্বভারতী কর্তৃপক্ষ ছাত্র মৃত্যুর ঘটনা কেন পরিবার ও পুলিশকে আগে কিছু জানায়নি সেই অভিযোগ তুলে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে উপাচার্যের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন পরিবারের সদস্যরা।

উপাচার্য এই বিষয়ে কোন পদক্ষেপ না নিলে ঘেরাও চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা। কিন্তু ব্যাপারে এখনো পর্যন্ত অনড় বিশ্বভারতীর উপাচার্য।

মৃতের পরিবারের সঙ্গে এখনো পর্যন্ত তিনি দেখা না করায় উপাচার্যের বাসার সামনে ধর্নায় বসেছে পরিবারের সদস্যরা। শুক্রবার বিকালে মৃত ছাত্রর দেহ নিয়ে এসে উপাচার্যের বিরুদ্ধে সরব হওয়ার কথা রয়েছে পরিবারের।

পরিবারের আরও দাবি এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে । না হলে তাদের এই অবস্থান লাগাতার চলবে,এমনকি বিশ্বভারতী অচল করে দেওয়ার হুঁশিয়ারিও তারা দিয়েছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + two =