কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: তিন দশকের বেশি সময় ধরেই অবস্থা বেহাল গ্রামের মূল রাস্তার।আবেদন জানিয়ে শুধুই মিলছে প্রতিশ্রুতি। কিন্তু কাজ এগোয়নি কিছুই। অবশেষে প্রশাসনের দৃষ্টি আকর্ষনের জন্য শুক্রবার দুপুরে বেহাল রাস্তা সংস্কারের দাবি তুলে রাজ্য সড়ক অবরোধ | বিক্ষোভে নামলেন মালদহের চাঁচলের শিহিপুর নগাচিয়া গ্রামের কয়েকশো বাসিন্দা। দিলেন পঞ্চায়েত ভোট বয়কটের হুঁশিয়ারি।
মালদার চাঁচল-১ নং ব্লকের সিহিপুর গ্রামের নৌগাছিয়া এলাকা। দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে গ্রামের মূল রাস্তা। রাস্তা দিয়ে যেতে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তা টি। পঞ্চায়েত ভোট নেওয়ার সময় রাস্তায় ছড়ানো হয়েছিল ছোট ছোট ইটের টুকরো। কিন্তু শুরু হয়নি কাজ।
অল্প বৃষ্টিতেই জমে যায় জল। বেরিয়ে যায় সারকঙ্কাল। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তা দিয়ে যেতে আমাদের দুর্ঘটনার কবলে পড়তে হয়। এলাকায় পৌছায়না এম্বুলেন্স। বহুবার স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে রাস্তা সংস্কারের বিষয়ে জানিয়ে আমরা হাঁপিয়ে উঠেছি। কিন্তু কাজ হয়নি ছিটেফোটাও। ভোট আসতে স্থানীয় বিধায়ক ও নেতাদের প্রতিশ্রুতির ফুলঝুরি কিন্তু ভোট মিটতেই এলাকায় তারা বিলুপ্ত।
আমরা অবিলম্বে পাকা রাস্তা চাই, না হলে আগামী পঞ্চায়েত ভোট বয়কট করব। টেন্ডার হয়ে গিয়েছে বর্ষার আগে পাকা রাস্তার কাজ শুরু হবে সাফাই তৃণমূল পরিচালিত চাঁচল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান উৎপল তালুকদারের।