সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কুলতলি :: ফের অস্ত্র কারখানার হদিশ। এবার কুলতলিতে এই কারখানার হদিশ মেলায় আতঙ্ক ছড়িয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম। গ্রেফতার ১ অস্ত্র কারবারি।
বৃহস্পতিবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর পুলিস জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও কুলতলি থানার পুলিস যৌথভাবে অভিযান চালায় কুলতলি থানার আন্ধারিয়া এলাকায়। সেখানে মহিউদ্দিন সরদার নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় ৮ টি ওয়ান শটার বন্দুক, ৩ টি লং পাইপগান ও প্রচুর পরিমাণে অস্ত্র তৈরির সরঞ্জাম।শুক্রবার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বাসু সাংবাদিকদের জানান, ধৃত অস্ত্র ব্যবসায়ী মহিউদ্দিন সরদার আগে পোলট্রির ব্যবসা করত। ব্যবসায় ভাটা পড়ায়, সে এই অস্ত্র কারখানা খুলে বসে। ধৃতের বিরুদ্ধে ২৫/২৭ ধারায় মামলা রুজু করেছে কুলতলি থানার পুলিস। আজ ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে পুলিস।
জানা যায়, মূলত নিজেদের হেফাজতে নিয়ে কোথা থেকে এই অস্ত্র তৈরি করা শিখেছে, সে কোথায় অস্ত্র বিক্রি করত, তা জানার চেষ্টা করবে পুলিস।