নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মহানন্দা ওয়ার্ল্ডলাইফ স্যান্গ্চুয়ারির সাউথ পার্টে ছটি ময়ূরের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শুধু মহানন্দা ওয়াইল্ডলাইফে নয় বেঙ্গল সাফারি থেকেও এসেছে ময়ূর মৃত্যুর খবর। হঠাৎ করেই এভাবে ময়ূর মৃত্যুর খবর নিয়ে চিন্তিত হয়ে পড়েছে বনদপ্তর থেকে শুরু করে পশু প্রেমিকেরা।দার্জিলিং ওয়াইল্ডলাইফ ডিএফও সুরত্ন শেরপা জানিয়েছেন কি কারনে ময়ূর গুলির মৃত্যু হচ্ছে তা যাচাই করার জন্য ময়ূর গুলির মৃতদেহ পাঠানো হয়েছে বেঙ্গল সাফারি তে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বোঝা যাবে না। তবে এখনো পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে এটি একটি ভাইরাল ডিজিজ ।
আগে যে সমস্ত ময়ূর গুলির মৃত্যু হয়েছে , কোন রকম ঝুঁকি না নিয়ে তাদের দেহ পুড়িয়ে ফেলা হচ্ছে, যাতে তা থেকে অন্য কোন পাখির শরীরে ছড়িয়ে না পড়ে এই ভাইরাল ডিজিজ।