সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: হরিদেবপুর :: শুক্রবার মধ্যরাতে হরিদেবপুরে অটো থেকে উদ্ধার বোমা-সহ আগ্নেয়াস্ত্র। জানা গিয়েছে, ৪১ পল্লি ক্লাবের সামনে একটি পরিত্যক্ত অটো থেকে ১৯টি তাজা বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। চক্রবেড়িয়া থেকে বিজয়গড় রুটের অটোকে ৪১ পল্লি ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিসকর্মীদের। এরপরেই তল্লাসিতে উদ্ধার হয়েছে বোমা এবং আগ্নেয়াস্ত্র।
জানা গিয়েছে, অটোর পিছনের সিটের নীচে থাকা সাউন্ড বক্সের ভিতর থেকে বস্তাবন্দি অবস্থায় এই বোমা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তদন্তের স্বার্থে অটো-সহ সেই বস্তা হরিদেবপুরে নিয়ে যাওয়া হয়েছে। খতিয়ে দেখা হয়েছে কী কারণে এত বোমা এবং অস্ত্র ওই অটোয় রাখা ছিল।
আদৌ সেই বোমা কোথাও পাচার করা হচ্ছিল ? না কি নাশকতার কোনো ছক ছিল ? সবদিক খতিয়ে দেখছে পুলিস। তবে ৪১ পল্লি ক্লাব এলাকার মতো জনবহুল রাস্তায় এভাবে তাজা বোমা উদ্ধার ঘিরে স্বাভাবিকেই আতঙ্কিত স্থানীয়রা