দিনে দুপুরে ঝাড়গ্রামে গুলি। সন্দেহ মাওবাদীদের দিকে

দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: ৬নং জাতীয় সড়ক এর উপর চললো গুলি। চন্দ্রী এলাকায় প্রকাশ্যে দুজন বাইকে করে এসে সুদিপ মহাপাত্র নামে এক যুবককে খুব কাছ থেকে গুলি করে। তার মোবাইল ও বাইক ছিনতাই করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় পার্শ্ববর্তী মোহনপুর হাসপাতালে ভর্তি করা হয়।

এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এমিনেতেই আজ মাওবাদী পোষ্টার ঘিরে এলাকায় আতঙ্ক রয়েছে। তার উপর এইদিনে দুপুরে শুটআউট এর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।

সম্প্রতি গোয়েন্দাদের কাছে খবর ছিলো মাওবাদীরা বিভিন্ন অপারেশন এর জন্য বাইক ছিনতাই করতে পারে। সেই বাইকই কোনো নাশকতার কাজে ব্যাবহার করা হবে।

এক্ষেত্রেও সে রকম ঘটনা বলে প্রাথমিক সন্দেহ। কারন সচরাচর ছিনতাই কারিরা চুরি করতে গেলে গুলি চালিয়ে বাইক চুরি করে না। ঘটনা স্থল থেকে ৩কিমি দূরে ঝাড়খন্ড। আতঙ্ক ছড়াতেই এই কাজ বলে সন্দেহ। তাই মুখে কিছু না বললেও সন্দেহ মাওবাদীদের দিকে।

ঝাড়গ্রামের এসপি বিশ্বজিৎ ঘোষ তড়িঘড়ি জানান আদিবাসী কাস্টে বিয়ে সংক্রান্ত ঝামেলার জেরে এই ঘটনা। যদিও এসপির এই বক্তব্য তীব্রভাবে প্রত্যাক্ষান করে আহত ব্যাক্তির দাদা। তিনি বলেন এরকম কোনো পারিবারিক সমস্যা নেই। এসপি কেনো বলছেন জানিনা। মুন্ডা সমাজের মেয়ে কে ভাই বিয়ে করে।

দুই পরিবারের সাথে এরকম কোনো সমস্যা নেই। জঙ্গল মহলে আদার কাষ্টের বিয়ে হয়ে থাকে। তাদের ধারনা মাওবাদীরা এ ঘটনা ঘটাতে পারে। তারা কোনো নাশকতার জন্য বাইক সংগ্রহ করছে। এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরী করতে এই ঘটনা ঘটিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − thirteen =